ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা-ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
বিজ্ঞাপন
মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন অফিস প্রাঙ্গণ ছিল সরব ও মুখর। নেতাকর্মীদের উপস্থিতি আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের সক্রিয়তারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণের দোয়া ও সমর্থন পেলে তিনি শরীয়তপুর-৩ আসনের উন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার বলেন, শরীয়তপুর-৩ আসনে বিএনপি একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে এই আসনে বিএনপির বিজয় নিয়ে তারা আশাবাদী।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরীয়তপুর-৩ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। আসন্ন নির্বাচনে ভোটের পরিবেশ ও অংশগ্রহণ নিশ্চিত হলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র ও জমজমাট। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নির্বাচনী পথচলা আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি

