রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ 

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ 
পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ 

পটুয়াখালীতে গত দুই দিন ধরে খুব ভোর থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। 

জেলার অনেক স্থানে দৃশ্যমানতা নেমে এসেছে ৫০ মিটারের নিচে। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার শিশিরে ভিজে পিচ্ছিল হয়ে গেছে সড়ক। ঘন ও সড়ক পিচ্ছিলের কারণে দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পঞ্চগড়ে বইছে হিমেল বাতাস, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে 

এছাড়া প্রতিনিয়ত বেড়েই চলছে শীতের তীব্রতা। আজ সকাল ৯টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় চরম ভোগান্তি পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ সব ধরনের যানবাহনের চালকরা।

আরও পড়ুন: হিমেল বাতাসের প্রভাবে পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে 

অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে শীতের কারণে সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।


বিজ্ঞাপন


পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহবুব রহমান সুখি জানান, আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর