রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী ব্যবসায়ী

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:০০ এএম

শেয়ার করুন:

হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী ব্যবসায়ী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। তার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে সৌদি আরব থেকে দেশে ফিরে হেলিকপ্টারে গ্রামে গেলেন শাহাবুদ্দিন মিয়া নামে এক প্রবাসী ব্যবসায়ী।   

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া নিজ গ্রামে পৌঁছান উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘ভাত না জোটার দেশে হাঁসের মাংস-বিলাস মোটেই শোভনীয় নয়’

হেলিকপ্টারে সফরসঙ্গী হিসেবে শাহাবুদ্দিনের বাবা আব্দুল হান্নান মিয়া, দুই সন্তানসহ শাহাবুদ্দিন মিয়ার রাজনৈতিক উপদেষ্টা প্রকৌশলী খসরুল আলম উজ্জ্বল ছিলেন। হেলিকপ্টার থেকে অবতরণের পর অপেক্ষমাণ নবীন-প্রবীণসহ সব শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ শাহাবুদ্দিন মিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

আরও পড়ুন: ‘মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে’

এ বিষয়ে শাহাবুদ্দিন মিয়া সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার জন্যই তিনি দেশে ফিরেছেন। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। 


বিজ্ঞাপন


সেলিমুজ্জামান সেলিম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে মুকসুদপুর ও কাশিয়ানীর ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর