ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী আনোয়ার হোসেন সোহাগ।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে লালপুর উপজেলার গৌরীপুরে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ ঘোষণা দেন তিনি। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুল।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মিল্টন হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব, বাগাতিপাড়া উপজেলা গণধিকার পরিষদের সভাপতি মো. জাকির হোসাইন, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মজনু সরকার, সিনিয়র সহ সভাপতি মো. আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মো. মাহাবুর রহমান, বাগাতিপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. অন্তর হোসেন প্রমুখ।

নাটোর-১ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী আনোয়ার হোসেন সোহাগ বলেন, আমার দলীয় নির্দেশনা অনুযায়ী ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুল আপার সঙ্গে একত্ব ঘোষণা করছি। পুতুল আপার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয় করতে যা যা করতে হয় তা আমরা করবো। গণঅধিকার পরিষদের সব নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান করছি।
নাটোর-১ আসনে ধানের শীষ প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেন, গণঅধিকার পরিষদ ও বিএনপি একত্রে হওয়ায় দেশের জনগণকে অনেক বেশি শক্তিশালী করবে। একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি দলের যে রাজনৈতিক সুসম্পর্ক থাকা প্রয়োজন, তা গণঅধিকার পরিষদ ও বিএনপির ছিল। এবং অন্যান্য দলের সঙ্গে সে সম্পর্ক রয়েছে। এতে করে রাজনৈতিক পরিবেশটা আরও বেশি সুন্দর হবে। বিএনপি চায়, আমাদের পরিবারটি অনেক বড় হোক। সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে।

