রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে আওয়ামী লীগের ৫ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ এএম

শেয়ার করুন:

অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে আওয়ামী লীগের ৫ জন গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এজাহারভুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মিডিয়া উইং থেকে পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী। 


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন, রংপুর নগরীর হারাগাছ পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জাকিরুল হাসান সোহেল (৪১), ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অহেদুল ইসলাম (৪৫),৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সেকেন্দার আলী খান সুবা মেম্বার ও রংপুর মডেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহসান কবির ইমন (২০)। প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা, ভাঙচুরের অভিযোগে থানায় মামলা রয়েছে। 

এদিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আরিফুজ্জামান রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেজ-টুর অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। 

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ-টু)’ পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী মামলায় এজাহারভুক্ত নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। সেই সঙ্গে এজাহারে তালিকাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর