শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষকদল নেতা নিহত

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষকদল নেতা নিহত
বরগুনার পাথরঘাটা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক চৌধুরী মো. মারুফ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত।

বরগুনার পাথরঘাটা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক চৌধুরী মো. মারুফ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় তিনি মারা যান।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট চাচা ও পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মো. ফারুক। চৌধুরী মো. মারুফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নূরুল ইসলাম মণি।

নিহত চৌধুরী মো. মারুফ পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে।

আরও পড়ুন

ভোলায় আবাসিক হোটেলে মিলল যুবকের ঝুলন্ত লাশ

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় চলন্ত অবস্থায় তার মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় পৌঁছালে তিনি মারা যান।


বিজ্ঞাপন


স্বজনরা জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা বলেন, কৃষক দলের নেতার দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পাথরঘাটায় পৌঁছালে সুরতহালসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চৌধুরী মো. মারুফের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পুরো পাথরঘাটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় ও পারিবারিক সূত্র জানায়, তার জানাজা আগামীকাল রোববার বেলা ১২টায় পাথরঘাটায় অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর