শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পটুয়াখালীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে বিএনপি অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

পটুয়াখালীর বাউফলে বিএনপি থেকে বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, নাজিরপুর ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি হেলাল মুন্সীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করানোর পাশাপাশি জামায়াতের লোগো সংবলিত মাফলার উপহার দেন।

আরও পড়ুন

এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহর পদত্যাগ

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় দলটি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ একটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম সাইফুল্লাহ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান মিয়া, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রাসেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর