শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদারীপুরে হত্যা মামলায় প্রধান শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে হত্যা মামলায় প্রধান শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে হত্যা মামলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের লখন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তারা গ্রেফতার লখন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল তালুকদারের নিঃশর্ত মুক্তির দাবি জানান। গ্রেফতার যুগল লখন্ডা এলাকার চিত্র রঞ্জন তালুকদারের ছেলে। সে ওই বিদ্যালয়ে ২৫ বছর ধরে শিক্ষকতা করছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শান্তিপ্রিয় একজন শিক্ষককে রাজধানী ঢাকার যাত্রবাড়ি এলাকায় ঘটে যাওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়। যা শিক্ষক সমাজের জন্য অশুভ সংকেত। তাই তদন্তপূর্বক প্রধান শিক্ষকের মুক্তির দাবি জানান এলাকাবাসী। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ আমিনুল ইসলাম জানান, রাজনৈতিক একটি হত্যা মামলায় যুগল তালুকদারকে গ্রেফতার করা হয়। তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর