শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তেঁতুলিয়ায় সড়কে বালু ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

তেঁতুলিয়ায় সড়কে বালু ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বালু পরিবহণজনিত বায়ু দূষণ ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের মাধ্যমে শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তেঁতুলিয়ার ভজনপুর থেকে পাথরঘাটা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এক ট্রাক চালককে ১ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


FB_IMG_1766842791939

এ সময় রাস্তার ওপর ও সড়কসংলগ্ন উন্মুক্ত স্থানে বালু সংরক্ষণকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়

অভিযানে নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আকাশ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

আরও পড়ুন

সুন্দরবনে ২১ কেজি হরিণের মাংসসহ ২ শিকারি আটক

এ বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আকাশ বলেন, অপরিকল্পিতভাবে বালু পরিবহন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, বায়ু ও শব্দদূষণ রোধে পরিবেশ অধিদফতর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদফতর, পঞ্চগড় জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর