অবশেষে পাবনা-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইনকে সমর্থন দিয়ে সর্বোচ্চ সহযোগিতার ঘোষণা দিয়েছেন জামায়াতের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির ও পাবনা-৫ আসনে কয়েকবারের সাবেক এমপি শহীদ মাওলানা আব্দুস সোবহানের ছেলে নেছার আহমেদ নান্নু ও তার পরিবারের সদস্যরা।
নানা আলোচনা ও কৌতূহলের পর অবশেষে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহীদ মাওলানা আব্দুস সোবহানের শহরের পাথরতলার নিজ বাসভবনে পারিবারিক বৈঠকের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
![]()
বৈঠকে মাওলানা আব্দুস সোবহানের ছেলে হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, আরেক ছেলে আমিনুল ইসলাম পান্ন, মেঝ জামাই মাওলানা আশরাফ আলী, দুই মেয়ে ও নাতীসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নেছার আহমেদ নান্নু পরিবারের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এনিয়ে জেলাব্যাপী বেশ আলোচনা ছিল।
নেছার আহমেদ নান্নু বলেন, জামায়াতে ইসলামীর তাদের সাংগঠনিক নিয়মে প্রার্থী নির্ধারণ করেছে, এ ব্যাপারে আমি কখনোই অশ্রদ্ধা, বিরাগভাজন বা মান অভিমান পোষণ করিনি। তাদের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি আশা করব এই বিষয়টি নিয়ে যেন ভুল বোঝাবুঝি আর না হয়।
বিজ্ঞাপন
বৈঠকে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, পাবনা-৫ আসনের প্রার্থী ও জেলা নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন, মাওলানা জহুরুল ইসলাম ও জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান প্রমুখ।
প্রতিনিধি/এসএস

