শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় অনুকূলে সবজির বাজার, ভোক্তাদের স্বস্তি

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় অনুকূলে সবজির বাজার, ভোক্তাদের স্বস্তি

চলতি রবি মৌসুমে গাইবান্ধা জেলার হাট-বাজারগুলোতে প্রচুর পরিমাণে শীতকালীন শাক-সবজি আসতে শুরু করেছে। বর্তমানে আমদানি বেশি থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে অর্ধেকে। যার কারণে ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরেছে।

সরেজমিনে শুক্রবার (২৬ ডিসেম্বর) গাইবান্ধার হকার্স মার্কেট, পুরাতন বাজারসহ জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে জানা গেছে- শীতকালীন শাক-সবজির বর্তমান দাম। এখন প্রতি কেজি গাজর ৪০ টাকা, টমেটো ৫০ টাকা, ফুলকপি ১০ টাকা, বাঁধাকপি ১০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, মূলা ২০ টাকা, শিম ১৫-২৫ টাকা, বেগুন ১৫-২৫ টাকা, করলা ৩০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, পুরাতন আলু ১২-১৫ টাকা, নতুন আলু ২০ টাকা, লাউ ২০-৩৫ টাকা (প্রতি পিস) ধনিয়া শাক ১৫ টাকা, মূলা শাক ২৫ টাকা, পালং শাক ৩০ টাকা, লাল শাক ২৫ টাকা, লাউ শাক ৩০ টাকা, সরিষা শাক ২০ টাকা, লাপা শাক ৩০ টাকা ও কাঁচা মরিচ ৪০ টাকা, কাঁচা পেঁয়াজ ৫০, শুকনো পেঁয়াজ ৮০ টাকা, দামে বিক্রি হচ্ছে।


বিজ্ঞাপন


pho2

আরও পড়ুন

রাজবাড়ীতে কমেছে শীতকালীন সবজির দাম

সবজি কিনতে আসা ফজল উদ্দিন জানান, শীতকালীন শাক-সবজি একমাস ধরে আমদানি হচ্ছে। শুরুর দিকে এসবের দাম ছিল আকাশচুম্বী। এরই মধ্যে দাম কমে নেমেছে অর্ধেকেরও বেশি। এতে করে কিছুটা স্বস্তি ফিরেছে।

খুচরা বাজারে শাক-সবজি বিক্রেতা অলিল মিয়া ও নুরুল ইসলাম বলেন, সম্প্রতি আড়তে ব্যাপক সবজি আমদানি হচ্ছে। দামও কমেছে অনেকটাই। এতে করে কৃষক-ব্যবসায়ী ও ক্রেতারা লাভবান হচ্ছেন।


বিজ্ঞাপন


pho3

জসিম উদ্দিন নামের এক কৃষক জানান, শীতের জন্য আগাম সবজির আবাদ করেছেন। ইতোমধ্যে উৎপাদন ভালো হচ্ছে। বাজারে দাম কমলেও লাভ থাকছে। তবে কুয়াশার কারণে ফের কিছুটা উৎপাদন ব্যাহত হচ্ছে। এখন আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বাড়তে পারে।

pho4

গাইবান্ধা জেলা কৃষি বিভাগের উপপরিচালক খোরশেদ আলম জানান, চলতি রবি মৌসুমে (শীতকালীন) শাক-সবজি, আলু, পেঁয়াজ, মরিচসহ অন্যান্য সবজি প্রায় ২০ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। ইতোমধ্যে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর