শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদল

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী বদল
মোহাম্মদ আসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়নে পরিবর্তন এনেছে বিএনপি। আসনটিতে দলটির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় মনোনয়নপত্র তুলে ধরেন তিনি।


বিজ্ঞাপন


সভায় আসলাম চৌধুরী বলেন, ইচ্ছে করেই কিছুটা সময় নেওয়া হয়েছে, যাতে সবাই ধৈর্যশীল ও সহনশীল অবস্থানে থাকতে পারেন। আজ থেকে আর কোনো সংশয় বা দ্বিধা থাকার কথা নয়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত দলীয় আস্থার প্রতিফলন। এই আস্থার মর্যাদা রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সবাইকে মতপার্থক্য ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় চট্টগ্রাম–৪ আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এআর


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর