শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার
অভিযুক্ত স্বামী গ্রেফতার

গাজীপুরে যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রীকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ঘাতক স্বামী জালাল ওরফে দুলুকে গ্রেফতার করেছে র‌্যাব।

হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে তাকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


র‌্যাব -১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জালাল ওরফে দুলু কুড়িগ্রামের বসুনিয়া পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব -১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান জানান, গত ২৬ ডিসেম্বর সকালে বাসন থানাধীন চান্দনা এলাকায় স্থানীয় রমিজ উদ্দিনের মালিকানাধীন ৫ম তলা ভবনের ভাড়া করা রুমের ভেতর থেকে আসামির স্ত্রী মাস্তুরা আক্তার সুমার (২৮) মরদেহ উদ্ধার করা হয়। যৌতুক দাবিসহ পারিবারিক কলহের জের ধরে ভিকটিমকে আসামি জালাল শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যার পর ধৃত আসামি মৃতদেহটি তাদের ভাড়টিয়া রুমে তালাবদ্ধ অবস্থায় রেখে তার শ্বশুড়কে ফোন দিয়ে ভিকটিমকে হত্যার বিষয়ে জানায়। পরবর্তীতে সংবাদ পেয়ে বাসন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে  থানায় একটি যৌতুকের জন্য হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল আসামি জালাল হোসেন ওরফে দুলুকে  কুড়িগ্রাম জেলার রাজারজাট থানাধীন রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর