শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কসবায় ছেলের অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মা নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

ছেলের অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছেলের চালানো অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় মাসুমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার কসবা–নয়নপুর আঞ্চলিক সড়কের আকছিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা।

নিহতের নাম মাসুমা বেগম (৪২)। তিনি উপজেলার বায়েক ইউপির হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।

জানা যায়, শুক্রবার রাতে ওষুধ কিনতে ছেলের চালানো এক ব্যাটারিচালিত অটোরিকশায় করে কসবা বাজারের দিকে যাচ্ছিলেন মাসুমা বেগম। রাত ৯টার দিকে কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কে আকছিনা পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর