শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টুটুল মিয়ার মানবিকতায় বদলে গেল এক অসহায় নারীর জীবন

তোফায়েল হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

টুটুল মিয়ার মানবিকতায় বদলে গেল এক অসহায় নারীর জীবন

কখনো মানুষের বাড়িতে ঝিয়ের কাজ, কখনো অনিশ্চিত উপার্জন— এভাবেই কেটে যাচ্ছিল স্বামী পরিত্যক্তা এক অসহায় নারীর জীবন। দিন শেষে ক্লান্ত শরীর আর অনিশ্চিত আগামী নিয়ে ঘুমাতে যেতেন তিনি। কিন্তু সেই অন্ধকার জীবনে আশার আলো হয়ে এলেন গাংনী উপজেলার মানবিক সমাজসেবী যুবক টুটুল মিয়া।

সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে নীরবে কাজ করে যাচ্ছেন টুটুল মিয়া। তারই ধারাবাহিকতায়, অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করা স্বামী পরিত্যক্তা এক অসহায় নারীকে স্বাবলম্বী করে তুলতে শীতের মৌসুমে তিনি সিদ্ধ ডিমের ব্যবসার ব্যবস্থা করে দেন। নিজের অর্থে ডিম, ঝুড়ি ও প্রাথমিক পুঁজি দিয়ে শুরু করান একটি ছোট্ট উদ্যোগ- যা আজ ওই নারীর জীবনে আত্মসম্মানের প্রতীক।


বিজ্ঞাপন


বর্তমানে তিনি ব্রয়লারের সিদ্ধ ডিম ১০ টাকা ও হাঁসের ডিম ২০ টাকায় বিক্রি করছেন। এতে বড় কোনো লাভ না হলেও, প্রতিটি বিক্রি হওয়া ডিম থেকে পাঁচ টাকা করে লাভের টাকা নিজ উদ্যোগে ওই নারীকে দিচ্ছেন টুটুল মিয়া। এমন উদ্যোগের তিনি নাম দিয়েছেন ‘কাজের বিনিময়ে সহায়তা’। প্রতিদিন ২০০ থেকে ২৫০টি ডিম বিক্রি হওয়ায় ধীরে ধীরে স্থিতিশীল আয়ের পথ তৈরি হচ্ছে তার।

thumbnail_1000156954

প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত গাংনী উত্তরপাড়াস্থ মজিরুদ্দিনের বাড়ির সামনে পাকা সড়কের পাশেই চলছে সিদ্ধ ডিম বিক্রি। সাশ্রয়ী মূল্যে ডিম কিনে একজন অসহায় নারীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন টুটুল ও স্থানীয় সচেতন মহল। আমাদের সমাজে এমন অনেক নারী রয়েছে যারা অসহায় জীবন-যাপন করেন। অথচ চক্ষু লজ্জায় হাত পাততে পারেন না এমনকি মুখ ফুটে বলতেও পারেন না- তাদেরকে এমন সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সমাজসেবক টুটুল মিয়া। টুটুল মিয়া পৌর এলাকাধীন গাংনী উত্তরপাড়ার চাঁদ মিয়ার ছেলে।

সহায়তা পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আর কারও বাড়িতে কাজ করতে হয় না। নিজের পরিশ্রমে খেতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় সুখ। আল্লাহ টুটুল মিয়ার ভালো করুন।


বিজ্ঞাপন


স্থানীয় কাপড় ব্যবসায়ী সেলিম রেজা জানান, টুটুলের এই উদ্যোগ শুধু এক নারীর জীবনই বদলায়নি বরং সমাজে মানবিকতার এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দিয়েছে। একই সঙ্গে সাশ্রয়ী মূল্যে সিদ্ধ ডিম পাওয়ায় এলাকাবাসীর পুষ্টির চাহিদা কিছুটা হলেও পূরণ হচ্ছে।

একই কথা জানিয়েছেন ভলকানাইজিং ব্যবসার মালিক সাহাবুল ইসলাম।

টুটুল মিয়া বলেন, অসহায় মানুষদের একটু সুযোগ করে দিলে তারা নিজেরাই ঘুরে দাঁড়াতে পারে। সাহায্য নয়, আমি চাই তাদের কর্মসংস্থান হোক- নিজের পায়ে দাঁড়াক।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর