শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, দগ্ধ একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

শেয়ার করুন:

shep fair
সেন্টমার্টিনগামী জাহাজে আগুনে দগ্ধ একজনের মৃত্যু। ছবি: সংগৃহীত

কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।

নিহত ব্যক্তি, টেকনাফের বাসিন্দা নুর কামাল। তিনি জাহাজের ক্রু হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


বিজ্ঞাপন


এর আগে, আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে পর্যটক নিতে শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে ঘাটে পৌঁছায় ‘দ্যা আটলান্টিক ক্রুজ’। এ সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই ধোঁয়া ভয়াবহ আগুনে রূপ নেয় এবং জাহাজের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও জাহাজটি প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠা যাচাই করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন। ঠিক সেই সময়ই অনাকাঙ্ক্ষিতভাবে আগুনের ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘যদি যাত্রীবোঝাই অবস্থায় বা মাঝ সাগরে এ ঘটনা ঘটত, তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারত। আল্লাহর রহমতে কোনো হতাহতের খবর নেই।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় ঘাট এলাকায় কিছুসময়ের জন্য নৌ চলাচল ও পর্যটক বোর্ডিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর