বিএনপির মনোনয়ন বঞ্চিত ও স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করা বিএনপি কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এসময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে লালপুরে বিএনপির নেতা তাইফুল ইসলাম টিপুর নিজ বাসভবনে দেখা করতে যান তিনি।
বিজ্ঞাপন
এসময় গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম, গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাতের কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবির নিচে কমেন্টে দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকে দুজনকে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার আহবান জানান।
ছবিতে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মাথায় বুলিয়ে দোয়া করছেন। এসময় ছবিতে টিপুকে হাস্যজ্জল দেখা গেছে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেস্বর কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি

