শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্ত্রীর পরকীয়া ঠেকাতে ব্যর্থ হয়ে জাবেদকে খুন করেন আব্দুল হামিদ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

স্ত্রীর পরকীয়া ঠেকাতে ব্যর্থ হয়ে জাবেদকে খুন করেন আব্দুল হামিদ
হত্যায় অভিযুক্ত গ্রেফতার আব্দুল হামিদ।

স্ত্রীর পরকীয়া ও বেপরোয়াভাবে চলাচল নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে জাবেদ আলীকে হত্যা করে আব্দুল হামিদ। রংপুর জেলার তারাগঞ্জের ডালিয়া ক্যানেল থেকে উদ্ধার হওয়া এমন ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনসহ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে।


বিজ্ঞাপন


সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নিহত জাবেদ আলী কবিরাজি পেশার পাশাপাশি রাতের বেলা ফাঁদ পেতে বক ও বালিহাঁস ধরে জীবিকা নির্বাহ করতেন। কবিরাজি করতে গিয়ে আব্দুল হামিদের স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে পড়েন জাবেদ আলী। এ ঘটনা জানাজানি হওয়ায় স্ত্রীর পরকীয়া ও বেপরোয়াভাবে চলাফেরা নিয়ন্ত্রণ করতে জাবেদ আলীকে এক লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন আব্দুল হামিদ। টাকা নেওয়ার পরও স্ত্রীর পরকীয়া বন্ধ না হওয়ায় এবং আরও ৩০ হাজার টাকা দাবি করায় ক্ষিপ্ত হন আব্দুল হামিদ। পরে সেই ক্ষিপ্ত ও রাগান্বিতা থেকেই জাবেদ আলীকে খুন করে ডালিয়া ক্যানেলের পাশে ফেলে দিয়ে আত্মগোপনে যান আব্দুল হামিদ।

আরও পড়ুন

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে হত্যা

এ ঘটনায় মামলা হলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনে মাঠে নামে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও তারাগঞ্জ থানা পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুল হামিদকে গ্রেফতার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি ধারালো দা, একটি মোবাইল ও একটি চাদর উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত হত্যার দায় স্বীকার করেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর