ঢাকা–সিলেট মহাসড়কে নরসিংদী জেলার বেলাব উপজেলায় পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানচালক রুবেল (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার খামারেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত পিকআপ ভ্যানচালক রুবেলের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়।
এ ঘটনায় আহতরা হলেন—নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আরশাদ আলীর ছেলে শাওন (১৮) এবং কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মজিদ মিয়ার ছেলে নুরে আলম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি কাভার্ড ভ্যান ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার খামারেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির চালকের মৃত্যু হয়। এ সময় আরও দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পিকআপ ভ্যানের চালক মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
প্রতিনিধি/এসএস

