শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুকুর থেকে আব্দুস ছালাম মিয়া (২৫) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পলাশবাড়ী পৌর এলাকার উদায়সাগর গ্রামের একটি পুকুরে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত আব্দুস ছালাম মিয়া পলাশবাড়ী পৌর এলাকার উদায়সাগর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

আরও পড়ুন

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

পারিবারিক সূত্রে জানা যায়, ছালাম মিয়া দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতা ও মৃগী রোগে ভুগছিলেন। প্রায় আড়াই বছর আগে তার বিয়ে হলেও অসুস্থতার কারণে সেই সংসার টেকেনি। এরই মধ্যে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, খবর পেয়ে ছালাম মিয়া নামের এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর