শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে তীব্র ঠান্ডা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে তীব্র ঠান্ডা

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিম বাতাস। এতে বিপাকে পড়েছে জনজীবন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।


বিজ্ঞাপন


এসময় কুয়াশার দৃষ্টিসীমা ছিলো ৫০ মিটারের নিচে। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আরও পড়ুন

পটুয়াখালীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

ঘন কুয়াশার কারণে বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শ্রমিক ও কৃষকরা।

এদিকে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের ওয়ার্ডে সিট না পাওয়া অনেকেই চিকিৎসা নিচ্ছে মেঝে কিংবা করিডোরে।


বিজ্ঞাপন


পটুয়াখালী আবহাওয়া অফিস মাহবুব রহমান সুখি জানান, আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর