ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক মাঠে প্রবেশ করে এ গাড়ি, যা দেশব্যাপী নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টি করবে।
জেলা তথ্য অফিসের পরিচালনায় সুপার ক্যারাভানের শিল্পী-কুশলীদের স্বাগত জানান। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই কার্যক্রম।
বিজ্ঞাপন
ভোটের গাড়িতে স্থাপিত এলইডি পর্দায় প্রদর্শিত নির্বাচনি ভিডিও এবং দেশাত্মবোধক গান- যেমন, ‘আমারই দেশ সব মানুষের’, ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’ এবং ‘সব ক’টা জানালা খুলে দাও না’দর্শকদের মন কাড়ে। প্রধান উপদেষ্টার নির্বাচনি বার্তা দিয়ে শুরু হওয়া পরিবেশনা শেষ হয় শাহিনুর আলমের তত্ত্বাবধানে, ভোটের গাড়ির ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশে যাত্রা করে।
ভোটের গাড়ির প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রকাশক আফরোজা আক্তার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ।
![]()
জেলা প্রকাশক আফরোজা আক্তার বলেন, নির্বাচনের আগ পর্যন্ত সাতক্ষীরার অন্যান্য উপজেলাগুলো সফর করবে সুপার ক্যারাভান। ভোটের গাড়ির পাশেই স্থাপন করা হয়েছে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স। তরুণ প্রজন্মের দর্শকরা এখানে তাদের মতামত ও মন্তব্য লিখেছেন।
বিজ্ঞাপন
এ সফরের আগে গত সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উদ্বোধনী ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট।
এই লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি, সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়িয়ে জনগণকে ভোট ও গণভোট সম্পর্কে সচেতন করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।
প্রতিনিধি/এসএস

