পটুয়াখালীর দুমকিতে অটোরিকশা–সিমেন্ট বোঝাই টমটম সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ২ জন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে লেবুখালী বাউফল মহাসড়কের রাজাখালীর স্থানীয় পিছাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, বগা থেকে যাত্রীবাহী অটোরিকশা পিছাখালী ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই টমটম মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে রবিউল (৬) নিহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ইব্রাহিম খান (৬০) হাসপাতালে নিহত হন।
অপর গুরুতর আহত সুমন সরদার (২৫) ও আব্দুল কাদেরকে (৫০) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিশুটির বাবা আব্দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক, অন্য আহত সুমনের একটি হাত সম্পূর্ণ ভেঙে গেছে। নিহত ও আহত সবার বাড়ি পার্শ্ববর্তী বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে।
![]()
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও টমটমটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস

