সিরাজগঞ্জে সাতটি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের সময় দু’জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কাজিপুর সদরের ২ নম্বর স্পারবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় দু’জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
আটকরা হলেন - বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলাম ও গাজীপুর জেলার কোনাবাড়ি পেয়ারাবাগান মহল্লার মৃত আবুর ছেলে ট্রাক ড্রাইভার মো. তারেক মিয়া।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, “একটি চক্র যমুনার চরে ঘোড়া জবাই করে। এরপর গোপনে মাংস পরিবহন করে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর সদরের ২ নম্বর স্পারবাঁধ এলাকা থেকে সাতটি ঘোড়ার সাত বস্তা মাংসসহ দু’জনকে আটক করা হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ (১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে জাইদুল ইসলামকে ১৫ হাজার ও ট্রাক ড্রাইভার মো. তারেক মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।”
তিনি আরও জানান, “মাংসগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসানসহ কাজিপুর থানার এসআই মাহমুদ হাসান।”
প্রতিনিধি/ এমইউ

