লক্ষ্মীপুরের রায়পুরে নিজের মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হাসান নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাকিব ওই গ্রামেরই বাসিন্দা।
বিজ্ঞাপন
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাকিব তার বাড়ির মুরগির খামারে কাজ করছিলেন। এসময় খামারের হিটার দিয়ে পানি গরম করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা জানান, রাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এদিকে, রাকিব হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। গতকাল রাতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এক যৌথ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর মুন্না শোকবার্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাকিবের মতো একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।’

