শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতে পলায়নকালে যুবলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ এএম

শেয়ার করুন:

ভারতে পলায়নকালে যুবলীগ নেতা আটক
রাসেল পাঠান। ছবি: সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি নাশকতার মামলার আসামি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবলীগ নেতার নাম রাসেল পাঠান। তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে রাসেল বেনাপোল চেকপোস্টে এসে তার পাসপোর্ট জমা দেন। পাসপোর্ট যাচাইকালে ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। এরপর তাৎক্ষণিকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: মৌলভীবাজারে আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

এসময় তিনি নিজেকে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দায়ের করা দুটি নাশকতার মামলা রয়েছে। আটক রাসেল পাঠান ময়মনসিংহ জেলা সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাখাওয়াত হোসেন জানান, ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে থাকায় ময়মনসিংহের যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে সেখান থেকে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর