সরকার অনেক রাজনীতিবিদকে গানম্যান দেওয়ার কথা বললেও, খুনিরা যদি অপরাধ করে পার পেয়ে যায় তবে রাজনীতিবিদরা অনিরাপদই থেকে যাবেন। তাই খুনিদের গ্রেফতার না করে শুধু গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রংপুর নগরীর '৩৬ জুলাই' স্মৃতিস্তম্ভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আখতার হোসেন বলেন, ‘দেশের দুষ্কৃতকারী ও খুনিদের একটি ডাটাবেজ তৈরি করা প্রয়োজন। এই ডাটাবেজই আমাদের জন্য প্রকৃত নিরাপত্তা বলয় হিসেবে কাজ করবে। খুনিরা বাইরে ঘুরে বেড়াবে আর আমরা গানম্যান নিয়ে ঘুরব এটি কোনোভাবেই নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। যদি খুনিদের গ্রেফতার করে যথাযথ শাস্তি নিশ্চিত করা হয়, তবে কারো জন্যই আর আলাদা করে গানম্যানের প্রয়োজন হবে না।’
তিনি আরও বলেন, ‘মানুষ হত্যার পর খুনিকে শনাক্ত করতে না পারাটা অত্যন্ত দুঃখজনক। আমরা শুনেছি তিন বাহিনীর প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন। সেই সাক্ষাতের পরও দেশে একজনকে ককটেল মেরে হত্যা করা হলো। বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়।’
তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরি করতে হয়, তবে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে।’
এর আগে রংপুর-৪ আসনে নির্বাচনী প্রচার ও দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে তিনি রংপুরে পৌঁছান। এরপর জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হন। এ সময় জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আলমগীর নয়ন, তৌফিক হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

