বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরের পাঁচটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৩ জন

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরের পাঁচটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৩ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত ৩৩ জন প্রার্থী অনলাইন ও সরাসরি তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ৪ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) থেকে ৮ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) থেকে ৮ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) থেকে ৯ জন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল থেকে এ তথ্য জানা গেছে।

আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এই সময়ের মধ্যে আরও প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে সম্ভাবনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দল থেকে একাধিক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপরীতে দলটির আরও ৫ জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয় থেকে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আ ন ম এহসানুল হক মিলন (বিএনপি), আনিসুর রহমান (খেলাফত মজলিস) ও মোশাররফ হোসেন (বিএনপি); চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে তানভীর হুদা (বিএনপি), আলহাজ্ব ড. জালাল উদ্দিন (বিএনপি), ফয়জুন নূর (স্বতন্ত্র) ও সরকার মাহবুব আহমেদ (স্বতন্ত্র); চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি), তোফায়েল আহমেদ (খেলাফত মজলিস), জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন), জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), নুরুল ইসলাম (জাকের পার্টি) ও সেলিম আকবর (গণফোরাম); এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে মো. আব্দুল হান্নান (বিএনপি), মকবুল হোসেন (ইসলামী আন্দোলন) ও আবুল কালাম আজাদ (বিএনপি) তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


বিজ্ঞাপন


জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও প্রার্থীরা স্ব-স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর