মাগুরা শহরের ইটখোলা বাজার এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি সাইকেল, ভ্যান ও রিকশার যন্ত্রাংশের দোকান ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আগুনে দোকানে থাকা ভ্যান, রিকশা ও মোটরসাইকেলের টায়ার-টিউবসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিকের দাবি, অগ্নিকাণ্ডে দোকানের টিন ও বৈদ্যুতিক মিটারসহ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, ভোররাতে ইটখোলা বাজারে একটি সাইকেল পার্টসের দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, যন্ত্রাংশের দোকানে অগ্নিকাণ্ডের এই ঘটনা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/একেবি

