বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে নিষিদ্ধ সংগঠনের নেতা শাহাদৎ গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

রংপুরে নিষিদ্ধ সংগঠনের নেতা শাহাদৎ গ্রেফতার

রংপুরের পীরগাছা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও তাম্বুলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ-টু)’-এর অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম মুন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাদৎ ওই গ্রামের মৃত ইউনুছ আলী ব্যাপারীর ছেলে।


বিজ্ঞাপন


পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম মুন জানান, পীরগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ-টু)’ পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শাহাদৎকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর