বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, গত বুধবার (২১ ডিসেম্বর) রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাদঘাট বাজার সংলগ্ন জোমাদ্দার বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক জোমাদ্দার (৬০) একটি মাছ ধরার ট্রলারে করে আরও ৬ জন জেলেসহ বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার গভীর রাতে বঙ্গোপসাগরের ‘পাইপ বয়া’ এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্রে প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের মুখে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর আশপাশ দিয়ে চলাচলরত কয়েকটি ট্রলারের সহযোগিতায় মো. সিদ্দিক জোমাদ্দারসহ চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

তবে দুর্ঘটনার পর থেকে মো. সিদ্দিক জোমাদ্দারের বড় ছেলে মো. শামিম জোমাদ্দার এবং তার ১১ বছর বয়সী নাতি সিয়াম জোমাদ্দার নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলে, স্বজন ও এলাকাবাসী আশপাশের সমুদ্র এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছেন। এদিকে পরিবারের সদস্যদের নিয়ে মাছ ধরতে গিয়ে এই হৃদয়বিদারক দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা উদ্ধার অভিযান জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র মন্ডল জানান, ঘটনার খবর পেয়ে নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনো তাদের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর