বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বড়দিনে মুন্সিগঞ্জের খ্রিষ্টান পল্লীতে জাতির মঙ্গল কামনায় প্রার্থনা

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ 
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

বড়দিনে মুন্সিগঞ্জের খ্রিষ্টান পল্লীতে জাতির মঙ্গল কামনায় প্রার্থনা

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ঘিরে মুন্সিগঞ্জের সিরাজদিখানের খ্রিষ্টান পল্লীতে বইছে উৎসবের আমেজ। পৌষের কনকনে শীত উপেক্ষা করে বড়দিন উদযাপনে মধ্যরাত থেকেই শুরু হয়েছে নানা আয়োজন। রাত ১২টা ১ মিনিটে মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে সূচিত হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা।

গত বছর নানা কারণে উৎসবের আয়োজনে কিছুটা ভাটা পড়লেও, এ বছর সব বাধা কাটিয়ে আয়োজনে এসেছে ভিন্ন মাত্রা। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার খ্রিষ্টান পল্লীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিভিন্ন পয়েন্টে অস্থায়ী সিসিটিভি ক্যামেরা বসিয়ে কঠোর গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর খ্রিষ্টান পল্লী স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীদের মিলনমেলায় পরিণত হয়েছে। এদিন সকাল ৭টা থেকে গির্জায় মঙ্গল প্রার্থনায় সমবেত হন প্রায় দেড় হাজার মানুষ। বাহারি রঙের নতুন পোশাকে শিশু থেকে বৃদ্ধ সবাই শামিল হয়েছেন এই উৎসবে। এতে উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা।

এছাড়া গির্জা প্রাঙ্গণে অতিথি আপ্যায়নের জন্য বরাবরের মতো রাখা হয়েছে নানা রকমের পিঠা-পুলির আয়োজন। গির্জাটিকে সাজানো হয়েছে রঙ-তুলির আঁচড়ে ও বাহারি সব নকশায়।

ধর্মীয় সংগীতের পাশাপাশি গির্জায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন ফাদার লিংকন মিথাইল কস্তা। তিনি জানান, উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনে গত এক সপ্তাহ ধরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল।

mu


বিজ্ঞাপন


মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আসলাম খান জানান, বড়দিন ঘিরে খ্রিষ্টান পল্লীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এবার সাদা পোশাকের পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিতে রয়েছে পুরো এলাকা।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর