বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শহীদ ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি অঙ্কন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

শহীদ ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি অঙ্কন

ঝালকাঠিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে শহরের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রং ও তুলির ছোঁয়ায় গ্রাফিতিগুলোতে ফুটে উঠেছে শহীদ হাদির সংগ্রাম, সাহস ও আত্মত্যাগের ইতিহাস। দেয়ালে দেয়ালে লেখা হয়েছে ‘জান দেবো, জুলাই দেবো না’ এবং ‘আমি আমার শত্রুর সাথেও ন্যূনতম ইনসাফ করতে চাই।’


বিজ্ঞাপন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঝালকাঠি জেলার যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ‘‘ওসমান হাদি ভাইয়ের প্রতিষ্ঠিত সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’ থেকে দেশব্যাপী যে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, তার অংশ হিসেবেই আমরা এই গ্রাফিতি অঙ্কন করছি।’’

তিনি বলেন, ‘আগামীতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ওসমান ভাইয়ের স্মৃতি আমাদের মাঝে চিরভাস্বর। আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে তিনি যে লড়াই চালিয়ে গেছেন, সেই চেতনাকে জাগ্রত রাখাই আমাদের মূল লক্ষ্য।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর