বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শীতে বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১১ এএম

শেয়ার করুন:

শীতে বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

দিনাজপুরে টানা ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমাগত তাপমাত্রা হ্রাস পাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও যানবাহন চালকরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।

ভোরের পর থেকে সকাল পর্যন্ত সড়ক, মাঠ ও নদীর ঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকায় দৃষ্টিসীমা ব্যাপকভাবে হ্রাস পায়। এর ফলে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে ও সতর্কভাবে চলাচল করতে দেখা যায়।

টানা কুয়াশা ও তীব্র শীতের প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকালে অনেকেই কাজে যেতে পারছেন না। শীত থেকে রক্ষা পেতে বিভিন্ন এলাকায় মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। এ ছাড়া সন্ধ্যার পর থেকে শিশির বৃষ্টির মতো ঝরছে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলছে।

বাসচালক মাফিজুল ইসলাম বলেন, ঘন কুয়াশা আর তীব্র শীতে বাস চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামনে ঠিকমতো দেখা যায় না, তবু যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আমাদের রাস্তায় নামতে হয়। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে, দীর্ঘ সময় স্টিয়ারিং ধরেও কষ্ট হয়। তারপরও দায়িত্বের কথা ভেবে সাবধানে গাড়ি চালাচ্ছি। এই শীতে আমাদের কাজটা আরও কঠিন হয়ে গেছে।


বিজ্ঞাপন


বৃদ্ধ সারত বলেন, এই কনকনে শীতে আগুনের পাশে না থাকলে শরীর টেকে না। বয়স হয়েছে, ঠান্ডা আর সহ্য হয় না। ভোর থেকে রাত পর্যন্ত শীত লেগেই থাকে। আগুন পোহানোই এখন একমাত্র ভরসা। তবুও কী করবো, জীবন তো থেমে থাকে না। এই শীতে বয়স্ক মানুষের কষ্ট সবচেয়ে বেশি।

মোটরসাইকেল চালক ফারুক বলেন, এই তীব্র শীত আর ঘন কুয়াশায় মোটরসাইকেল চালানো খুব কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। ঠান্ডা বাতাসে শরীর অবশ হয়ে আসে, চোখে পানি চলে আসে। তবু কাজের তাগিদে রাস্তায় বের হতে হয়েছে। কুয়াশার কারণে সামনে কিছুই ঠিকমতো দেখা যায় না, তাই খুব সাবধানে চলতে হচ্ছে। শীতের এই সময়টাতে আমাদের কষ্ট অনেক বেড়ে গেছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর