চট্টগ্রামের পটিয়ায় ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মামুন শাহকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরক, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি মামলায় অভিযুক্ত মামুন শাহ। এ ছাড়াও তার বিরুদ্ধে কয়েকটি মামলায় ওয়ারেন্ট ছিল।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার ভাটিখাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পটিয়া থানা পুলিশের বিশেষ টিম তাকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
গ্রেফতার মামুন শাহ আশিয়া ইউনিয়নের পূর্ব আশিয়া এলাকায় নুরুল আলমের ছেলে। মামুন শাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের বহিষ্কৃত নেতা মোকান্মেল তালুকদারের সেকেন্ড ইন কমান্ড। আশিয়া ও পূর্ব আশিয়া এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে দিন-দুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। সে পটিয়ার বিতর্কিত সাবেক এমপি সামশুল হক চৌধুরীর অনুসারী।
পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, মামুন শাহকে বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা ছাড়াও অন্যান্য মামলায় ওয়ারেন্ট মুলে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এমন অভিযান অব্যাহত থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, মামুন শাহ আমাদের দোকান থেকে চাঁদা দাবি করতেন, না দিলে অস্ত্র দেখিয়ে ভয় দেখাতেন। তার গ্রেফতারে আমরা স্বস্তি পেয়েছি, এখন এলাকায় শান্তি ফিরবে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামুন শাহের বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ আরো একাধিক মামলা রয়েছে।
প্রতিনিধি/টিবি

