বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুলিশের পোশাকে অভিনব প্রতারণা, বিকাশে ৬০ হাজার টাকা লুট

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম

শেয়ার করুন:

পুলিশের পোশাকে অভিনব প্রতারণা, বিকাশে ৬০ হাজার টাকা লুট

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের পোশাক পড়ে স্থানীয় দোকান থেকে বিকাশের মাধ্যমে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।

বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ ঘটনায় সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় দুইজনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দোকানদার ফারুক আহাম্মদ খোকন (৫৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার বাজার এলাকায় মিজান টেলিকম নামের একটি বিকাশের দোকানে সামনে মোটরসাইকেলযোগে দুইজন ব্যক্তি এসে দাঁড়ায়। তাদের শরীরে পুলিশের পোশাক ছিল। ওই সময় তাদের একজন দোকানে এসে দুটি পার্সোনাল নাম্বারে ১০ ও ৫০ হাজার টাকা পাঠান। পরে টাকা দেওয়ার সময় মোবাইলে কথা বলার ভঙ্গিতে দৌড়ে মোটরসাইকেলে ওঠে পালিয়ে যায় তারা।

এ বিষয়ে ওসি আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, ওই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কর্তৃক একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীকে আইনি সার্বিক সহযোগিতা করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর