বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পূজা শেষে আর বাড়ি ফেরা হলো না গৃহবধূর

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ এএম

শেয়ার করুন:

পূজা শেষে আর বাড়ি ফেরা হলো না গৃহবধূর

চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষ করে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে লিলু রানী শীল নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় মিনু দে ও আনিমা দে নামে আরও ২জন আহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার নারায়নহাট ইউনিয়নের নেপচুন চা বাগানের ৭ নম্বর সেকশনে নারায়ণহাট-মানিকছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

লিলু রানী শীল দাঁতমারা ইউনিয়নের তারাঁখো দক্ষিণ হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নেপচুন চা-বাগানের বৈরাগী আশ্রম মন্দিরে শিশুর অন্নপ্রাশন শেষে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইক উল্টে যায়। এতে ঘটনাস্থলেই লিলু রানী শীলের মৃত্যু হয়। গাড়িতে থাকা অপর ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহত মিনু দে ও আনিমা দেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরী বলেন, দুইজন আহতকে আমাদের কাছে আনা হয়। এর মধ্যে মিনু দেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আনিমা দে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। শুনেছি ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। তবে মরদেহ এখনো হাসপাতালে আনা হয়নি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর