বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ এএম

শেয়ার করুন:

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা ৩০ মিনিট থেকে এ নৌরুটে সব প্রকার ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।


বিজ্ঞাপন


বিআইডব্লিউটিসি সূত্র জানায়, নদীতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট যানবাহন আটকা পড়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও জরুরি পণ্য পরিবহনে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরও জানায়, কুয়াশার ঘনত্ব কমে গেলে নদীতে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। এ বিষয়ে যাত্রী ও যানবাহন চালকদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ আছে। ঘন কুয়াশার জন্য সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।


বিজ্ঞাপন


এরইমধ্যে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্ত এলাকায় ৫টি ফেরি যানবাহন নিয়ে নোঙর আটকে আছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর