বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে ঢাকার গণসংবর্ধনায় যোগ দিতে লক্ষাধিক নেতাকর্মী বরিশাল ছেড়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ২৬টি বিলাসবহুল লঞ্চ এবং কয়েকশ বাসে চড়ে রওনা দিয়েছে।
এছাড়াও হাজারো নেতাকর্মী কয়েকদিন আগেই ঢাকায় গিয়ে অবস্থান নিয়েছে।
বিজ্ঞাপন
প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় এ আয়োজনে বরিশাল বিএনপি যোগ দেবে।
বিএনপি সূত্রে এ সমাবেশে যোগ দিতে বুধবার বরিশাল নৌ বন্দর থেকে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা পারাবাত ১১, সুন্দরবন ১৫, এম খান, সুরভি ৭ লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া ভোলা জেলা থেকে ১৪টি লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। অন্য পাঁচ জেলা থেকে ১২টি লঞ্চ ঢাকার উদ্দেশে বরিশাল ছেড়েছে। এছাড়া সড়ক পথে শতাধিক বাসে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন।
বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম তারেক বলেন, আমরা ছাত্রদলের নেতাকর্মীরা বাস ও লঞ্চ বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। ঢাকায় নেমে ২২ কিলোমিটার পথ পার হয়ে সমাবেশস্থলে উপস্থিত হবো।
নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ২৬টি লঞ্চসহ কয়েক শ বাসে আমরা ঢাকা রওনা হয়েছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এ সমাবেশকে কেন্দ্র করে পাঁচ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাবেন বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
প্রতিনিধি/ এজে

