বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় আসার পথে ভোলা সদরে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভোলা সদরের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিয়া উদ্দিন বলেন, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে ক্লোজার বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রেজওয়ান আমিন সিফাত (২৫) ওই এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হন রেজওয়ান। তখন ওত পেতে থাকা অস্ত্রধারীরা তাকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে রেজওয়ানকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার অভিযোগ করেন, আমার ছেলে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল। তাকে কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে।
বিজ্ঞাপন
আলাউদ্দিন হাওলাদারের দাবি, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে তারা আমাদের পরিবারের ওপর নির্যাতন চালিয়েছে। আর আজ আমার ছেলেকে প্রাণ দিতে হল। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুনায়েদ হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে রক্তাক্ত একজনকে নিয়ে আসা হয়। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রতিনিধি/ এজে

