যশোরের চৌগাছা উপজেলায় আগুনে পুড়ে, পানিতে ডুবে ও আত্মহত্যার ঘটনায় একদিনে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামের মৃত কার্তিক পরামানিক বিশ্বাসের বিধবা স্ত্রী ফেকসি বালা (৮০) পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পরনের শাড়িতে আগুন লেগে যায়। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে, উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের ওমর গাজীর পুকুরে পানিতে ডুবে ঢাকার উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র হাফেজ আব্দুল্লাহ (১৬) মৃত্যুবরণ করে। সে নিয়ামতপুর গ্রামের আব্দুল গণির ছেলে। বাবার চাকরির সুবাদে তারা নারায়ণগঞ্জে বসবাস করতেন।
ওমর গাজী জানান, আব্দুল্লাহ দুই দিন আগে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে সে তাদের পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সে পানিতে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এদিকে, উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের সলেমান আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৩০) বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম তিনটি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস

