বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের আদিতমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দুর্গাপুর বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, সীমান্ত পিলার ৯২৫/৫-এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের ভেতরে কাউয়ারচর এলাকায় সন্দেহভাজন অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পায় টহল দল। পরে তাকে আটকের পর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ভারতের আলিপুরদুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ কুমার দাস (২৫) বলে পরিচয় দেন। তার বাবার নাম অপু দাস।

আরও পড়ুন

দুইবার ধর্ম বদলে ২ তরুণীকে বিয়ে, যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

তল্লাশির সময় তার কাছ থেকে বাংলাদেশি ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদিতমারী থানায় হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পারাপার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর