বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএনপি কর্মীর কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

বিএনপি কর্মীর কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা

বিএনপি কর্মীর কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণাঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আর এই আসনে বিএনপির প্রার্থী না পাওয়ায় কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরহাদ হোসেন নামে এক কর্মী। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে এ ঘোষণা দেন।


বিজ্ঞাপন


এ সময় ফরহাদ হোসেন বলেন, আমি কান ধরে রাজনীতি ছাড়ছি। এই আসনে সাইফুল ইসলাম ফিরোজ ও হামিদুল ইসলাম হামিদের মধ্যে যে কোনো একজনের সমর্থক হিসেবে কাজ করতাম। তাদের মধ্যে থেকে মনোনয়ন না দেওয়ায় কান ধরে বিএনপি ত্যাগ করছি। গত ১৭ বছর যারা কালীগঞ্জে বিএনপির রাজনীতি ধরে রেখেছিল তাদের মনোনয়ন দেওয়া না হলে আর রাজনীতি করবো না। 

এদিকে মঙ্গলবার রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।  মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মোবাইল ফোনে রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও সাতটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এরমধ্যে রয়েছে ঝিনাইদহ-৪ আসন। আসটি রাশেদ খাঁনের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। 

এদিকে মঙ্গলবার এ খবরে ক্ষোভ প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মীরা। তারা এ আসনে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। কালীগঞ্জ থানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বাড়ছে নেতাকর্মীদের ভিড়।  


বিজ্ঞাপন


তারা বলছেন, রাশেদ খাঁন এই নির্বাচনি এলাকার বাসিন্দা না। তিনি এই আসনের ভোটারও না। দল এভাবে একজন বহিরাগতকে চাপিয়ে দিতে পারে না। 

তাজু জোয়ারদার নামে বিএনপির এক কর্মী কাঁদতে কাঁদতে বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি সাইফুল ইসলাম ফিরোজের সঙ্গে। এখন একজন বহিরাগতকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই মানতে পারছি না। 

কালীগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যাকে কালীগঞ্জের মানুষ কখনো দুর্দিনে পাশে পায়নি- আমরা এমন কাউকে দলের পক্ষ থেকে চাই না।  বিগত আন্দোলন-সংগ্রামে আমরা বিএনপির জন্য নিজেদের জীবন বাজি রেখেছি। আমরা এখানে দলের প্রার্থী চাই।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর