বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে নারী ইউপি সদস্য গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে নারী ইউপি সদস্য গ্রেফতার
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য শামিমা আক্তার সাথী।

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের (৪, ৫ ও ৬) নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য শামিমা আক্তার সাথীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


শামিমা আক্তার সাথী মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি। একই দিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।

আরও পড়ুন

দুইবার ধর্ম বদলে ২ তরুণীকে বিয়ে, যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সন্ত্রাস দমন আইনে ইউপি সদস্য শামিমা আক্তার সাথীকে গ্রেফতার করা হয়। একই দিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর