বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর মনোনয়ন সংগ্রহ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন—এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক প্রমূখ।

মনোনয়নপত্র সংগ্রহকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন,  দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো অবনতি দেখা যাচ্ছে। শহীদ ওসমান হাদীকে হত্যা করা হয়েছে। আরও ৫০ প্রার্থীকে হত্যা করার পরিকল্পনার কথা আমরা শুনতে পাই। কিন্তু হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ অবস্থা চলতে থাকলে নির্বাচন করা অসম্ভব হয়ে পড়বে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে হলে শুটার সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানাই।


বিজ্ঞাপন


মঞ্জু আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শুধু প্রার্থী নয়, ভোটারদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর