বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক, হেডলাইট জ্বালিয়ে চলছে যান
যমুনা সেতু মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

সরেজমিনে বুধবার (২৪ ডিসেম্বর) ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের যমুনা সেতু পূর্ব ইব্রাহীবাদ রেলস্টেশন, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও রাবনা বাইপাস এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।


বিজ্ঞাপন


নাদের পরিবহনের চালক সুমন মিয়া বলেন, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করছেন। ভোর থেকে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি কুয়াশা পড়েছে। যার কারণে গাড়ি চালাতে ব্যাপক সমস্যা হচ্ছে। অতিরিক্ত ঘনকুয়াশার কারণে সামনে কি আছে তা সহজে বোঝাও যাচ্ছে না।

সিলেট থাকা আসা পাবনাগামী ট্রাকচালক আব্দুল মোমেন বলেন, ঘন কুয়াশার কারণে কিছু বুঝা যায় না। কম গতিতে গাড়ি চালানো হচ্ছে। এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত সড়কের কাজ শেষ না হওয়ায় কুয়াশার কারণে দুর্ঘটনার শঙ্কাটা বেশি থাকে। এর কারণে হেডলাইন জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি।

যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, অতিরিক্ত ঘনকুয়াশা থাকলেও স্বাভাবিক মতোই যানবাহন চলাচল করছে। এছাড়া মহাসড়কে দুর্ঘটনারোধে সার্বক্ষণিক পুলিশ কাজ করছে।

এদিকে, সারা দেশের মতো টাঙ্গাইলেও গত কয়েকদিন ধরে অতিরিক্ত ঘনকুয়াশা পড়েছে। টাঙ্গাইল আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক জামাল উদ্দিন বলেন, আজকে বুধবার টাঙ্গাইলে সর্বনিম্ন ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর