বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুইদিন পর কামদেব দাস (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দীঘলবাগ এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত কামদেব দাস বদলপুর স্কুলহাটী গ্রামের অশ্বিনী দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন লোক সুকুমার দাসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বড় ভাই যুবরাজ দাস জানান, একই এলাকার শংকর দাসের মেয়ের সাথে কামদেবের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে গত রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ঝামেলার সৃষ্টি হয়। ওই দিন রাত থেকেই কামদেব নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের সাথে কথা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর