বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাগুরায় নাটা গাড়ি উলটে যুবক নিহত

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

মাগুরায় নাটা গাড়ি উলটে যুবক নিহত

মাগুরায় নাটা গাড়ি উলটে আকাশ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আকাশ মাগুরা সদরের গাংনালিয়া গ্রামের জাকির মোল্লার ছেলে।

নিহতের বড় ভাই সবুজ মোল্লা বলেন, আমি ও আমার ছোট ভাই আকাশের নাটা গাড়িতে মঙ্গলবার সকালে রামনগর এলাকা থেকে বাগবাড়িয়া যাচ্ছিলাম। আমাদের গাড়িটি পাতুড়িয়া টিপু মোল্লার ইট ভাটার কাছে পৌঁছালে উল্টে যায়। এসময় আমার ভাই মারাত্মকভাবে আহত হয়। তাকে আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি আশিকুর রহমান বলেন, ইঞ্জিনচালিত তিন চাকার লাটাগাড়ি উল্টে চালক নিহতের ঘটনা ঘটেছে। মরদেহ ময়না তদন্তের পর স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর