বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমানের জন্য সাইকেল চালিয়ে ভোলা থেকে ঢাকা যাচ্ছেন আব্বাস

ইব্রাহিম আকতার আকাশ, ভোলা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের জন্য সাইকেল চালিয়ে ভোলা থেকে ঢাকা যাচ্ছেন আব্বাস
তারেক রহমানকে বরণ করতে ভোলা থেকে সাইকেলযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন আব্বাস।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে ভোলা থেকে পা-চালিত বাইসাইকেলে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন আব্বাস মিয়াজী নামের এক শ্রমিক দল নেতা। প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বুধবার রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ধান, জাতীয় পতাকা ও তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার এবং সাইকেল নিয়ে ভোলা শহর থেকে যাত্রা শুরু করেন তিনি।


বিজ্ঞাপন


তার সাইকেলের সামনে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানারে লেখা রয়েছে 'নেত্রী আমার খালেদা, নেতা আমার তারেক ভাই, তাকে আমি বরণ করতে ভোলা থেকে ঢাকা যাই।'

আব্বাস মিয়াজী ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামের মৃত রতন মিয়াজীর ছেলে এবং ওই ইউনিয়ন শ্রমিক দলের দফতর সম্পাদক।

1000089130

আব্বাস মিয়াজী বলেন, দীর্ঘ ১৮ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন এটা আমাদের জন্য আবেগের, ভালোবাসার। তাকে বরণ করতে ও ভোলা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীরের সালাম পৌঁছে দিতে আমার এই যাত্রা। আমি একজন সাধারণ মানুষ, তাই বড় কোনো আয়োজন করতে পারিনি। নিজের সাধ্য অনুযায়ী এই সাইকেল যাত্রার মাধ্যমে নেতার প্রতি সম্মান জানাতে বের হয়েছি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

চাঁদপুর থেকে যাবে বিএনপির ২৫ হাজার নেতাকর্মী

তিনি আরও বলেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছি, দেশ আজ ফ্যাসিস্ট মুক্ত। মুক্তভাবে প্রিয় নেতাকে বরণ করে নিতেই তার এই যাত্রা। এটি কোনো ব্যক্তিগত প্রচারণা নয়, এটি দলের প্রতি, নেতার প্রতি ত্যাগী কর্মীর ভালোবাসার প্রতীক।

তার এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে ভোলার বিভিন্ন স্থানে পথচারী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই তার সঙ্গে কথা বলেছেন, ছবি তুলছেন এবং যাত্রার জন্য শুভকামনা জানাচ্ছেন।

1000089128

ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক বলেন, দলের প্রতি তার অগাধ টান ও ভালোবাসা। সে দীর্ঘদিন রাজপথে আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে। তারেক রহমান বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আবেগ। সেই আবেগের টানে প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেতাকে বরণ করার মাধ্যমে নিজের শ্রম আর ভালোবাসা দিয়ে দিনটিকে স্মরণীয় করতেই তার এই যাত্রা।

এদিকে সুস্থ সুন্দরভাবে তারেক রহমানের সংবর্ধনা স্থলে পৌঁছাতে সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন আব্বাস মিয়াজী।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর