বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চৌদ্দগ্রামে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

চৌদ্দগ্রামে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় এ অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী।


বিজ্ঞাপন


অভিযান চলাকালে জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। থানা পুলিশ ও চৌদ্দগ্রাম পৌর প্রশাসনের পৃথক দুটি দল এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী।

তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় উপজেলা প্রশাসনের এই বিশেষ অভিযান পরিচালিত হয়। আবাদি জমির মাটি কেটে অন্যত্র বিক্রির অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ এর ১৫ ধারা অনুযায়ী ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা রোধ, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযানের ফলে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর